ফের চলচ্চিত্রে মুনমুন
ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা মুনমুন। এক সময় তিনি চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন। মাঝে বেশ কিছুদিন তাকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরলেন এ অভিনেত্রী।
সরকারি অনুদানের সিনেমা কাঁসার থালায় রুপালি চাঁদ শিরোনামের এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতির জট খুলছেন মুনমুন। তবে এখন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এতদিন চলচ্চিত্রে কেন দেখা যায়নি এমন প্রশ্নের জবাবে মুনমুন বলেন, ‘আমার ব্যক্তিগত কারণ ও আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সে ধরনের গল্পের অফার পাইনি। তাই অভিনয় করা হয়নি। তবে চলচ্চিত্রে অভিনয় করার অনেক প্রস্তাব পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘কাঁসার থালায় রুপালি চাঁদ সিনেমার গল্পটি অনেক সুন্দর তাই আমি এতে অভিনয় করতে রাজি হয়েছি। এখন থেকে চলচ্চিত্রে নিয়মিত কাজ করবো।’
সিনেমাটি সার্বিক ত্বত্তাবধানে থাকছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা ড্যানি সিডাক। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা রত্না, সাজিদ ইফতেখার, মুনমুন, ড্যানি সিডাকসহ আরো অনেকে।
ইতোমধ্যেই ১৮ মে থেকে বিএফডিসিতে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই