মেয়ে পটাতে গিয়ে…

মেয়েদের মন ভােলাতে কত কি করে প্রেমিক পুরুষ। যে কোন ধরনের বীরত্ব প্রদর্শনে পিছপা নয় তারা। তবে এবার মেয়ে পটাতে গিয়ে তোপের মুখে পড়েছেন বলিউড লাভার বয় রণবীর সিং।

একটি জনপ্রিয় হোসিয়ারি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সমুদ্রের তীরে একটি মেয়েকে হাঙর তাড়া করে। তাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পরেন রণবীর। হাঙরকে নানা ভাবে মেরে মেয়েটিকে মুগ্ধ করেন মাচো ম্যান।

অ্যানিমাল রাইটস অর্গানাইজেশনগুলো এই বিজ্ঞাপনে নিন্দাবাদ জানিয়েছে। কারণ একটা হাঙরকে আঘাত করা হয়েছে একজন নারীকে পটানোর জন্য । শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি পেটা এই ব্যাপারে রণবীর এবং ওই হোসিয়ারি প্রস্তুতকারক সংস্থাকে চিঠি পাঠাবে ।

বিতর্কে জড়িয়ে পরার পর সংস্থার একজন মুখপাত্র জনিয়েছেন ওই বিজ্ঞাপনে যে হাঙর ব্যবহার করা হয়েছে তা নকল। শুটিং করার সময় কোনওরকম পশুকে আহত করা হয়নি। মামলা থেকে বাঁচতে বিজ্ঞাপনের সঙ্গে এবার থেকে একটা সতর্কবাণী জুড়ে দেবে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই