সমালোচনাকারী সুশীল সমাজ পাকিস্তানের দোসর : হানিফ

তিন সিটি নির্বাচন নিয়ে টিআইবি’র প্রতিবেদনকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশের এক শ্রেণীর সুশীল আছে, যারা সুযোগ পেলেই সরকারের সমালোচনা করে। এরা পাকিস্তানের দোসর। তারা সরকারের শুধু ভুল খোঁজে, ভুল নিয়ে আলোচনা করে। তারা বলেছে, সিটি নির্বাচন অবাধ হয়নি। প্রমাণ করুন কীভাবে নির্বাচন অবাধ হয়নি? নির্বাচনের ব্যয় কীভাবে বেড়েছে? এই নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন এর চেয়ে ভালো হয়েছে, দেখান?’

তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করার ক্ষেত্র তৈরি করবেন না।’

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান হানিফ।

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে সোমবার এক গবেষণা প্রতিবেদনের তথ্য প্রকাশ করে টিআইবি।

হানিফ বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা কেন্দ্র দখল করে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানে বিরত



মন্তব্য চালু নেই