করনের নতুন স্টুডেন্ট আরাধ্যা-আব্রাম-আজাদ

সিক্যুয়াল নামক ভাইরাসে এবার আক্রান্ত করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। তৈরি হতে চলেছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’। তবে সিদ্ধার্থ-আলিয়া-বরুনের কেউই থাকছেন না এই ছবিতে। কিন্তু এবারও স্টার কিডস জায়গা পাচ্ছে তার ছবিতে। নিশ্চয় জানতে ইচ্ছা করছে কারা এরা? শাহরুখ ও আমির পুত্র আব্রাম ও আজাদ এবং ঐশ্বর্য কন্যা আরাধ্যা। তবে বলে রাখি এই সিক্যুয়ালের জন্য আপনাকে এখনও বছর কুড়ি ওয়েট করতে হবে। কারণ করণের এই গল্পের নায়ক-নায়িকারা এখন অনেক ছোট।

বলিউডের তিন সেলেব সন্তানদের বলিউডে হাতেখড়ি করণের হাত ধরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণকে প্রশ্ন করা হয় আজ থেকে কুড়ি বছর পরে ছবিটি বানালে আপনি কাদের নিতেন আপনার ছবিতে। তখন নিমেষে এই তিনটি নাম বলে দেন করণ। তবে করণ আশাবাদী জানিয়েছেন, ‘আমার কেন জানি মনে হয় একদিন আসবে যখন এরা আমার ছবিতে একসঙ্গে কাজ করবে। হয়তো আলিয়া-সিদ্ধার্থ-বরুণের মতো আমি ওদের ওপেনিং দেব। আবার এমনও হতে পারে হয়ত আজ থেকে বছর কুড়ি পরে আমি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়াল করছি আর এই ছবিতে আমার নায়ক-নায়িকা আরাধ্যা, আব্রাম ও আজাদ।

তবে ইতিমধ্যে ছোট্ট আব্রাম বলিউডে তাঁর পা রেখেছেন হ্যাপি নিউ ইয়ার ছবির মাধ্যমে।



মন্তব্য চালু নেই