চার বছর পর নেচে মঞ্চ মাতালেন ব্রিটনি স্পিয়ার্স

চার বছরের মধ্যে প্রথমবারের মত একটি অ্যাওয়ার্ড শোতে আবারও হলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স তার হিট একটি গান পারফর্ম করলেন। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫ তে ইগি আজালিয়ার সঙ্গে মিলে তারা তাদের নতুন গান ‘প্রিটি গার্লস’ গাইলেন।

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫ তে ব্রিটনি স্পিয়ার্স ও ইগি আজালিয়া তাদের নতুন নাচের মুদ্রা দিয়ে দর্শক মাতিয়ে ফেলেন। এবং তারা একেবারে শেষ মুহূর্তে নিজেদের জড়িয়ে ধরেন। চার বছর পর প্রথমবার মঞ্চে নাচলেও ব্রিটনি বরাবরের মতই ছিলেন সাবলীল। লাস ভেগাসে নাচা ব্রিটনির জন্য নতুন কিছু তো নয়ই।

এ বিষয়ে ব্রিটনি বলেন, এবারের শোটি অন্যবারের থেকে একটু আলাদাই ছিল এবং দর্শকসারির সবার মনে হয়েছে তারাও বুঝি আমাদের সঙ্গে শো করছেন। এবারই নাকি সবচেয়ে বেশি নেচেছেন বলে জানান ব্রিটনি।



মন্তব্য চালু নেই