সালমান খানের নয়া চমক

আলোচনা এবং সমালোচনা দুটোই যেন দাবাং অভিনেতা সালমানের খানের। ‘হিট অ্যান্ড রান’ কেসের উত্তাপ আপাতত কমলেও মজারু সালমানের চমক যেন না কমে সে দিকে দারুণ মনোযোগী তিনি। তাই চমক দেখাতে হাজির এই সুপার স্টার। এবারে আবারো প্লেব্যাক করছেন সল্লু ভাই। সিনেমার নাম হিরো। এই সিনেমায় তার কণ্ঠে দুটি গান শোনা যাবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সালমানের ঘনিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, এরমধ্যে ‘মে হু হিরো তেরা’ শিরোনামের একটি রোমান্টিক গান কম্পোজ করেছেন অমল মালিক। মালিকের কথায়, ‘এই গানটির সঙ্গে আমি কোনো ডান্স নম্বর চাইনি। এই গানটিতে বিশেষ করে সালমানের ভয়েজকে গুরুত্ব দেওয়া হয়েছে’। শোনা যাচ্ছে, অন্য গানটি কম্পোজ করেছেন হিমেশ রেশমিয়া।

নিখিল আদবানি পরিচালিত এই সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করছেন আদিত্য পাঞ্চলির ছেলে সূরজ ও নায়িকা চরিত্রে থাকছেন সুনীল শেঠির মেয়ে আতিয়া। এতদিন নিজের সিনেমার জন্য নানা কাজ করতে দেখা গেছে সালমানকে। ৩ জুলাই বলিউডের এ সিনেমাটি মুক্তি পাচ্ছে পর্দা জুড়ে।

এর আগে সালমান হ্যাঙ্গওভার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।



মন্তব্য চালু নেই