আর্জেন্টাইন ফুটবলারের এ কেমন মৃত্যু (ভিডিও)

ইমানুয়েল ওর্তেগা। বয়স মাত্র ২১ বছর। আর্জেন্টিনার উদীয়মান ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। খেলছিলেন আর্জেন্টাইন ঘরোয়া লিগের ক্লাব সান মার্টিন ডি বুরজাকোর হয়ে।

১১ দিন আগে একটি ম্যাচে খেলার সময় প্রতিপক্ষ জুভেন্টিড ইউনিডার খেলোয়াড় অ্যালেক্সিস ভালেনজুয়েলার সঙ্গে বল দখলের লড়াইয়ে মেতে ওঠেন ওর্তেগা। এক পর্যায়ে মাঠের সীমানার বাইরে থাকা কনক্রিটের দেওয়ালের সঙ্গে ওর্তেগার মাথার ধাক্কা লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তখন বুঝতে পেরেছিলেন যে ওর্তেগার অবস্থা শোচনীয়। তারা দ্রুত অ্যাম্বুলেন্স আনতে বলেন। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১২ দিনের মাথায় ওর্তেগাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে ওর্তেগার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। এজন্য বর্তমানে ঘরোয়া ফুটবল লিগের সব ম্যাচ স্থগিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

https://youtu.be/Wc2mD9QRFJ4



মন্তব্য চালু নেই