সালাহ উদ্দিনকে দেখতে ভারত গেলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক
দুই মাস নিখোঁজ থাকার পর ভারতের একটি মানসিক হাসপাতালে সন্ধান পাওয়া বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেখতে ভারতের শিলংয়ে গেছেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
বুধবার রাতে জনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন বিএনপির একজন সহ-দপ্তর সম্পাদক। তিনি বলেন, ‘জনি এখন শিলংয়ে রয়েছেন।’
১০ মার্চ রাতে সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ থাকলেও ৪ মে তার খোঁজ পাওয়ার পর থেকে বিএপির তরফ থেকে কার্যত তেমন কোনো বক্তব্য আসেনি। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোকরিয়া মোনাজাত করা হয়।
বিএনপি ও সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ ছিল- সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান। তবে তারপরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যান হাসিনা আহমেদ। আদালতেকে র্যাব-পুলিশ জানায় সালাহ উদ্দিন তাদের কাছে নেই এবং তারাও বিএনপির এই্ নেতার খোঁজ জানেন না।
সালাহ উদ্দিনের খোঁজ পেতে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন হাসিনা আহমেদ।
সোমবার সকালের দিকে সালাহ উদ্দিন ফোন করেন তার স্ত্রীকে। এই ফোন পাওয়ার পরপরই স্ত্রী হাসিনা ছুটে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ সম্মেলন করে স্বামীর খোঁজ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। যতদ্রুত সম্ভব স্বামীর কাছে যাওয়ার কথা জানালেও ভিসা জটিলতায় এখনও তিনি রওনা দিতে পারেননি।
এরইমধ্যে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের ঢাকা ইউনিট ভারত সরকারের কাছে রেড নোটিশ পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় টেলিগ্রাফ পত্রিকা।
ভারতে ভ্রমণের বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় মেঘালয় পুলিশ ইতোমেধ্যে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সালাহ উদ্দিনকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হাসপাতাল থেকে ছাড়া পাবার পরেই কেবল সালাহ উদ্দিনকে তারা জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিতে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী গ্রেপ্তার হলে দলের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হন সালাহ উদ্দিন। জোটের অবরোধ চলাকালে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে দলের সব কর্মসূচির জানান দিচ্ছেলেন তিনিই। এরইমধ্যে ১১ মার্চ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন ১০ মার্চ রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল সালাহ উদ্দিনকে আটক করে নিয়ে গেছে। ১১ মার্চ এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে।
এরপর বিএনপির এই নেতার আর কোনো সন্ধান পা্ওয়া যাচ্ছিল না। ১৯ মার্চ সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার গুজবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদীর দুর্গম চরে অভিযান চালায় পুলিশ। মূলত একটি লাশ পাওয়ার সংবাদে এমন গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়োনোর অভিযোগে পরে দুজনকে আটকও করে পুলিশ।
মন্তব্য চালু নেই