দক্ষতাকে এগিয়ে নিতে চান পল টেরি
নতুন করে হাই পারফরম্যান্স (এইচ পি) ইউনিট গুছিয়ে নেবার কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচ পি ইউনিটে কোচিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার ভিভিয়ান পল টেরিকে। দক্ষতাকে পরের ধাপে এগিয়ে নেয়াই হবে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান লক্ষ্য- এমনটাই জানালেন জার্মান বংশোদ্ভূত পল টেরি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশে নিজের কর্ম-পরিকল্পনা নিয়ে টেরি বলেন, ‘এখানে কাজ করতে পারা আমার জন্য দারুণ এক সুযোগ। বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখেছি। দারুণ খেলেছে তারা। আপাতত এখানকার তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। আমার সাথে স্থানীয় কোচরাও থাকবেন। শিগগিরই আমরা কাজ শুরু করবো। তরুণ ক্রিকেটারদের দক্ষতাকে পরের ধাপে উন্নীত করাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য।’
বিসিবির সঙ্গে দিন কয়েক আগের বৈঠকে টেরি জানিয়ে দিয়েছেন তার চাওয়া কী। বোর্ডও তাদের উদ্দেশ্যা সম্পর্কে ধারণা দিয়ে রেখেছে। যেখানে তার দায়িত্ব কোচদের মধ্যে সমন্বয় রাখা। নিজের এ কাজ শুরুও করে দিয়েছেন।
পল টেরি বলেন, ‘আমি মূলত কোচদের নিয়ে কাজ করবো। কোচদের জন্য নানা প্রোগ্রাম সেট করবো। এখানে একজন হেড-কোচ থাকবেন। শিগগিরই তাকে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকজন স্থানীয় কোচও নিয়োগ দেবে।’
তিনি আরও বলেন, ‘আমার কাজ হবে তাদের সঙ্গে কাজ করা। কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে। আমি তাই বলবো না যে, কারা সাক্ষাৎকার দিচ্ছে। খুব শিগগিরই হয়তো ঘোষণা পাওয়া যাবে। আমি এখানে ইংলিশ বা অস্ট্রেলিয়ান পদ্ধতিতে কাজ করবো না। আমার কাজ হবে কোচদের মধ্যে সম্পর্ক ভালো রাখা। সেই সঙ্গে তাদের সাথে খেলোয়াড়দের সম্পৃক্ত করা। সব মিলিয়ে অনুশীলনে সবকিছুর সমন্বয় থাকবে।’
মন্তব্য চালু নেই