‘আমার রক্তে মিশে আছে ক্রিকেট!’

নয় টেস্টে উইকেট ২৫ টি! তারপরও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনাই করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রিমিয়ার লিগ ক্রিকেট, জাতীয় লিগ ও বিসিএল মিলে গত ছয় মাসে ম্যাচ খেলেছেন মাত্র পাঁচটি। তাহলে কি হারিয়েই গেলেন রবিউল ইসলাম?

বিশালদেহী এই পেসার অবশ্য ব্যাপারটাকে ‘হারিয়ে যাওয়া’ হিসেবে দেখতে নারাজ। জাতীয় দলের বাইরে থাকার প্রসঙ্গ দৈনিক প্রথম আলোকে বলেন, ‘জাতীয় দলে খেলাটা মিস করি। রক্তে তো ক্রিকেট মিশে আছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পরই কাঁধের চোটে পড়ি। প্রিমিয়ার লিগে তাই দুই ম্যাচের বেশি খেলতে পারিনি। বিশ্বকাপে খেলার কথা আমার চিন্তায়ও ছিল না। তবে ইচ্ছা ছিল, প্রিমিয়ার লিগে ভালো কিছু করব। চোটের কারণে তা হলো না। চিকিৎসা, পুনর্বাসন শেষে পুরোপুরি ফিট হয়ে ফেরার পর জাতীয় লিগে চারটি ম্যাচ পেলাম। মাঝে বিশ্রাম নিতে হওয়ায় খেললাম দুটি ম্যাচ।’

ফিটনেস-সমস্যা কাটিয়ে তিনি অবশ্য আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে দারুণ প্রত্যয়ী রবিউল বলেন, ‘তিন দিন ধরে একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করছি। ফিটনেসই এখন আমার মূল চিন্তা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তো বাদ পড়লাম ফিটনেসের কারণেই। ২৪ তারিখে বিসিএলের শেষ ম্যাচ শুরু হবে। সেটাতে খেললে ২২ তারিখ পর্যন্ত ফিটনেসের কাজ করে যাব। আসলে ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়ে তো আমি চিন্তা করি না, চিন্তা করি টেস্ট নিয়ে। ফিরতে পারার চেষ্টাটা সব সময়ই থাকে।’



মন্তব্য চালু নেই