বিয়ে করছেন না রণবীর-ক্যাটরিনা
কিছুদিন আগে প্রেমের কথা স্বীকার করলেন নিয়েছিলেন রণবীর কাপুর। ২০১৬ সালে বিয়ে করবেন এমনটাও জানিয়েছিলেন তিনি।
কিন্তু সেটা নাকি সম্পূর্ণ গুজব এমনটাই জানালেন বলিউডের এই অভিনেতা এবং ক্যাটরিনা মুখপাত্র
বিয়ে সম্পর্কে রণবীর বলেছিলেন, “আমি আর ক্যাটরিনা দুজনেই আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। আমার বয়স এখন ৩২, এখন আমার পরিবার গড়ার বয়স হয়েছে। ক্যাটরিনাও আমার মতোই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। কথাটা আগে জানিয়ে দিলাম কারণ সেটা না করলে সম্পর্কটাকে অসম্মান করা হবে।”
কিন্তু ‘বোম্বে ভেলভেট’ ছবির প্রচারণার সময় রণবীর বলেছেন, তিনি এখন ছবি নিয়ে ব্যস্ত। ক্যাটরিনা আর তার এখন বিয়ের কোনো পরিকল্পনা নেই। ৩২ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, আমাদের বিয়ে নিয়ে চারপাশে অনেক গুজব ছড়াচ্ছে।
অন্যদিকে, রণবীর রাখঢাক করলেও ক্যাটরিনা কিন্তু বিয়ের কথাটি পুরোপুরি অস্বীকার করছেন শুরু থেকেই। ক্যাটরিনার একজন মুখপাত্র বলেছেন, বিয়ে নিয়ে যে গুজব ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। রণবীর ও ক্যাটরিনা যে চলতি মাসেই আংটি বদল করবেন এই গুজবেরও কোনো ভিত্তি নেই।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং চলাকালীন দু’জনে কাছাকাছি আসেন।
রণবীর এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘জাগ্গা জাসুস’ এর কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা।
মন্তব্য চালু নেই