টেকনাফ উপকূ’লে ফেরার পথে ১১ মালয়েশিয়াগামী আটক

টেকনাফ উপকু’ল দিয়ে ফেরার পথে ১১ মালয়েশিয়াগামী আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ১৩ মে বুধবার ভোরে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির নায়েক কালা প্র“ মার্মার নেতৃত্বে জওয়ানরা শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকা দিয়ে ক’লে উঠার সময় অভিযান চালিয়ে ১১ মালয়েশিয়াগামীকে আটক করা হয়।

আটককৃতরা হচেছ, কক্সবাজারের মহেশখালী কালামার ছড়া ইউনুস খালী এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে মোঃ মামুন মিয়া (২৬), একিই এলাকার মৃত আঃ মোন্নাফের ছেলে মোঃ হেলাল মিয়া (২৭), চকরিয়া শিকদার পাড়া, ঈদমনী ঘোনা এলাকার মৃত আঃ বাসুর ছেলে মোঃ নুরুল হোসেন প্রকাশ ভুট্টো (২৭), চট্টগ্রাম বাঁশখালী, জলদি সক্কিচর এলাকার আঃ শুকুরের ছেলে মোঃ আমির রহমান (২৪), একিই এলাকার আঃ মোন্নাফের ছেলে মোঃ হায়দার আলী (২৭), আশকারীয়া পাড়া এলাকার মোঃ জয়নাল উদ্দিনের ছেলে মোঃ মহিনউদ্দিন (১৭), হাবিব উল্লাহর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৯), মাদারীপুর রাজর নয় নগর এলাকার আইনুল কাজীর ছেলে মোঃ মামুন (২২), কবিরাজপুর এলাকার আঃ রউফের ছেলে মোঃ রেজাউল (২৮), শিবচর সিরুউরাইল, রতন মোল্লার ছেলে মোঃ বাবুল মোল্লাহ (২৪), সুনামগঞ্জ গৌরারং জাগাইরগাঁও এলাকার মোঃ খলিলুর রহমান ছেলে মোঃ শামীম আহাম্মদ (২২)।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃতরা মালয়েশিয়াগামী যাত্রী ছিল। আনুমানিক ৫০ দিন আগে দালাল চক্র চট্টগ্রাম ও মহেশখালী হয়ে মালয়েশিয়া পাচারের জন্য তাদেরকে ট্রলারে নিয়ে যায়। এ চক্র দীর্ঘ ৫০ দিন যাবত মালয়েশিয়াগামীদের সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখে এবং তাদেরকে গত মঙ্গলবার রাতে অপরিচিত কিছু লোকের মাধ্যমে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে উপক’লীয় এলাকা থেকে বিজিবির জওয়ানরা তাদের আটক করে। আটক মালয়েশিয়াগামীদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই