‘সালাহ উদ্দিনের নিখোঁজ নিয়ে বিএনপি মিথ্যাচার করেনি’

ক্ষমতাসীনদের উদ্দেশ করে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া নিয়ে বিএনপি মিথ্যা কথা বলেনি। বরং সরকারের মধ্যে এ ধরনের ঢুগঢুগি বাজানো মন্ত্রী আছেন, তারাই মিথ্যাচার করছেন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাসক দলের লোকজন মানবপাচারে জড়িত- অভিযোগ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, শাসক দলের আশ্রয়-প্রশ্রয়ে পাচারকারীরা মানবপাচার করছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বলেছেন মানবপাচাররোধে কঠিন আইন করতে হবে। প্রয়োজনে সরকারকে বিএনপি সহযোগিতা করবে।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা করে মানবপাচাররোধে জাতিসংঘের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান তিনি।



মন্তব্য চালু নেই