পাওলির প্রেমের গোপন রহস্য ফাঁস

অনেক দিন ধরেই পাওলি দামের প্রেমের কথা শোনা যাচ্ছিলো। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটে বসে ছিলেন টালিগঞ্জের এই নায়িকা। তবে আশার কথা হলো, এবার তিনি প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন।

পাওলির প্রেমে হাবুডুবু খাওয়া এই ব্যক্তির নাম অর্জুন দেব। তিনি কবুলকৃত প্রেমিক চলচ্চিত্রের কেউ নয় বলে জানা গিয়েছে। বাড়ি ভারতের গুয়াহাটি, আর পেশায় রেস্তোরেন্ট ব্যবসায়ি।

পাওলির সঙ্গে অর্জুনের পরিচয় একটা পার্টিতে। সেখান থেকেই বন্ধুত্ব। তবে প্রেমে পড়তে বেশ সময় লেগেছে দুজনের | আজকাল পাওলির হোয়াটস অ্যাপ-এর প্রোফাইল ফটোতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে |

পাওলির মতো তার প্রেমিক অর্জুনও বাঙালি। তবে লেখাপড়া করেছেন দেশের বাইরে। এখনতো নিয়ম করেই মাসে একবার করে কলকাতায় ঘুরে যান তিনি। আগামী ৩০ মে অর্জুনের জন্মদিন | তাই পাওলি আজকাল খুব ব্যস্ত প্রেমিকের জন্মদিনকে উদযাপনের জন্যে।



মন্তব্য চালু নেই