হারিয়ে গেছেন ভাবনা, পত্রিকায় নিখোঁজ সংবাদ..!

অভিনেত্রী ভাবনা হারিয়ে গেছেন? এমন একটি বিজ্ঞাপন চোখে পড়লো। বিজ্ঞাপনটি নিখোঁজ সংবাদের। কিন্তু বিজ্ঞাপনে ভাবনার ছবি থাকলেও নাম দেয়া আছে নয়নতারা কেন? বিজ্ঞাপনে লেখা- ‘ফিরে এসো নয়নতারা…প্লিজ! আমি তোমার জন্য ভীষণ ব্যকুল, শরীরটাও ভালো নেই।

জানা গেলো, এটি ভাবনা অভিনীত নির্মানাধীন চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ এর প্রয়োজনে করা হয়েছে। ভাবনাও হারিয়ে যান নি। তিনি এখন সদর ঘাটে। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে শুটিং করছেন তিনি। সিনেমাটি এখন নির্মাণের শেষ পর্যায়ে।

ভাবনা বলেন, সিনেমার জন্য বিজ্ঞাপনটি প্রিন্ট করা হয়েছে। ভক্তদের সঙ্গে একটু মজা করতেই পত্রিকার কাটিংটা পাবলিশ করলাম। গায়ে জ্বর নিয়ে শুটিং করছি। গত দু’তিনদিন ধরে জ্বর। আশা করছি কাজটি ভালোভাবেই সম্পন্ন হবে।

সিনেমার শুটিংয়ের ব্যস্ততার জন্য এবারের ঈদে কোন নাটকেই দেখা যাবেনা ভাবনা কে।



মন্তব্য চালু নেই