আট বছর বয়সেই বরুণকে শ্রদ্ধার প্রেম নিবেদন
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও অভিনেতা বরুণ ধাওয়ান তাদের নতুন সিনেমা ‘এবিসিডি টু’ করতে গিয়ে নিঃসন্দেহে একসঙ্গে দারুণ সময় পার করছেন। তারা তো একজন আরেকজনের নাচের প্রশংসায় একেবারে পঞ্চমুখই বলা চলে। তবে এরই মধ্যে রোমান্টিক এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে শ্রদ্ধার খুব হাসি পেয়ে যায়।
কয়েকদিন আগেই এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, কোন এক সিনেমার শুটিং চলাকালে বরুণ ও শ্রদ্ধা তাদের বাবাদের সঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। আট বছর বয়সী শ্রদ্ধা নাকি তখনই বরুণকে প্রেম নিবেদন করবেন বলে মনস্থির করে ফেলেন।
শ্রদ্ধা মনে মনে ঠিক করেছিলেন তিনি বরুণকে ‘আই লাভ ইউ’ না বলে উল্টো করে বলবেন ‘ইউ লাভ আই’। আর এটি শুনে নাকি বরুণের বুঝতে একটু সময় লেগেছিল আর সে শ্রদ্ধাকে সাফ মানা করে সেই জায়গা থেকে চলে গিয়েছিল। এরপর থেকে তাদের সে কথা মনে পড়লে ভীষণ হাসি পায়।
মন্তব্য চালু নেই