শেখ হাসিনা অন্যায় করলেও বিচার করবেন : অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায় করলে তারও বিচার করার অনুরোধ করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার বিকেলে জাতীয় গ্রন্থাগারের বাংলারিপোর্ট২৪ডটকমের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ করেন।

তিনি বলেন, ‘অন্যায়ের বিচার করবেন। যদি শেখ হাসিনা অন্যায় করে তারও বিচার করবেন। তাকে বলুন হাসিনা আপনি অন্যায় করেছেন। কিন্তু দেশের মানুষের গলা টিপে ধরবেন না।’

বিএনপি ইতিহাস পাল্টিয়েছে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দুধের বাচ্চারা ইতিহাস নিয়ে গবেষণা করে। ১৯৭১ সালে যাদের জন্মই হয়নি তারা আবার গবেষণা করে। ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা আসলে খলনায়ককে নায়ক বানাতে চায়। তারা ইতিহাস বদলে দিতে চায়।’

তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চান তবে নেকড়েকে আগে ফিরাতে হবে, নয়ত তা করা যাবে না।’

যারা দশম জাতীয় সংসদ নির্বাচনে আসেনি তাদের আন্দোলনের ডাক দেয়ার অধিকার নেই দাবি মন্তব্য করে সরকারের এই প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের আমরা যখন নির্বাচনে আসতে বললাম তারা আসেনি। তারা সেই সময় নানা টালবাহানা করে এব শর্ত জুড়ে দিয়েছিল। আর তারাই দুই মাস পর উপজেলা নির্বাচনে আসছে। তারা এখন কি করে আন্দোলনে ডাক দেয়।’
সভায় সভাপতিত্ব করেন ব্যারিষ্টার সোহরাব খান।



মন্তব্য চালু নেই