কালকিনিতে একটি হিংস্র চিতা বাঘকে পিটিয়ে হত্যা
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/05/মাদারীপুর-madaripur.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় কারসা অফিসের পাশে গত সোমবার দিবাগত রাতে একটি হিংস্র চিতা বাঘ স্থানীয় লোকজনকে দেখে আক্রমনের জন্য ধাওয়া করে। পরে তাদের ডাক-চিৎকার শুনে এলাকার সকল লোকজন মিলে বাঘটিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। বাঘটিকে এক নজর দেখার জন্য সকাল থেকে উৎসুক জনতা ভিড় জমায়। এ নিয়ে ওই এলাকায় চরম বাঘ আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা স্কুল ছাত্র মোঃ সোহাগ হোসেন জানায়, আসলে বাঘটি খুব খুদার্থ ছিল বিধয় মানুষের উপর আক্রমন চালানোর চেষ্টা করে। আরও বাঘ এ এলাকায় থাকতে পারে। তাই আমরা ভয় ও আতংকের মধ্যে আছি।
মন্তব্য চালু নেই