নওগাঁর মহাদেবপুর হাসপাতালে এক মা জন্ম দিয়েছে অদ্ভুত জম্মজ শিশুর !
নওগাঁর মহাদেবপুর হাসপাতালে অদ্ভুত জম্মজ শিশুর জন্ম দিয়েছে এক মা। ওউ জম্মজ শিশুটিকে দেখার জন্য অত্র এলাকার উৎসুখ জনতা হাসপাতালে ভীড় জমায়।
এব্যাপারে মহাদেবপুর হাসপাতালের আরএমও ডা: আখতারুজ্জামান জানান, গত সোমবার ১০ টার দিকে জেলার সাতড়াহাট জনতইল গ্রামের ফয়জুরের স্ত্রী পপি আকতার এই জম্মজ সন্তানের জন্ম দেয়। জন্মের কিছুক্ষন পর ওই জম্মজ সন্তানের অনুভূতি বন্ধ হয়ে যায়। পরে ডাক্তার শিশু ২টিকে মৃত ঘোষনা করে।
এব্যাপারে জম্মজ সন্তানের বাবা ফয়জুল ইসলাম জানান, সন্তানের ভূমিষ্ট হওয়ার পর তার স্ত্রী পপি এই অদ্ভুত জম্মজ সন্তানদের দেখে জ্ঞান হারিয়ে ফেলে।
মন্তব্য চালু নেই