একটি প্রেম, বিয়ে, নয়দিনের সংসার আর সাদাতের হঠাৎ চলে যাওয়া

মেয়েটা এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ে। ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অসম্ভব মেধাবী এই তরুণী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশনে গোল্ড মেডেলও পেয়ে গেল। অনেক সৌখিন একটা মেয়ে। মনটা পাখির মতোই নরম কিংবা উড়ু উড়ু। সুযোগ হলেই কোনো কথা নেই একদম উড়াল।

আকাশে বাতাসে যেন ডানা মেলা দেওয়ার জন্যই রেডি থাকে। পাহাড় টানে, হিমালয় টানে, অন্নপূর্ণার সুর্যোদয় মুগ্ধ করে, সমুদ্র টানে, টানে ফেওয়া লেক। এর চাইতে যেটা বেশি টানে, প্রিয় মানুষটা। দীর্ঘদিনের পরিচিত এই মানুষটাকে সে যেখানেই যাক ভুলে থাকতে পারে না। যেকোনো এচিভমেন্টের সময় যেন এই মানুষটির কথা মনে পড়ে যায় সবার আগে।

এই যে সকালে অন্নপূর্ণায় উদিত হচ্ছে রক্তাভ কাঁসার থালার মতো সূর্যটা এই সময় মানুষটা হাত ধরে থাকতে পারতো না?

যাইহোক অপূর্ণতার দিন বুঝি শেষ হলো। এই মাসের শুরুতেই জান্নাত তার প্রিয় মানুষটাকে একদম নিজের করে পেয়ে গেল। এই সময় তার মতো সুখী আর কে বলো? ফেসবুকে লিখেই দিল জান্নাত, ‘সত্যিই আমরা আজ এই বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে সুখী কাপল। আজ আমি তোমাকে পেলাম তুমি আমাকে পেলে।’
কিন্তু এই পাওয়াটা এত অল্প সময়ের জন্য কেন ঈশ্বর। বিয়ের মাত্র ৯ দিনেই জান্নাতকে ছেড়ে চলে যেতে হবে সায়েম সাদাত?

সায়েম তোমাকে ছাড়া আজকে পৃথিবীর সবচেয়ে দুখী মেয়েটা যে জান্নাত ফেরদৌস…

মাহতাব হোসেনের ফেসবুক স্ট্যাটাস থেকে

[সায়েম সাদাত খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা একজন অভিনেতা। রবিবার দিবাগত রাত ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন]



মন্তব্য চালু নেই