অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করলো আনসার বাংলা !

মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করে একাধিক টুইট করেছে আনসার বাংলা ৮ নামের একটি আইডি।

এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আল-কায়েদা উপমহাদেশ-এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন! সে নাস্তিকদের আখড়া মুক্তমনার এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসূল (সা.) এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করত।’

এর আগে তারা অনন্ত বিজয়কে হত্যার দায় স্বীকার করে শিগগিরই টুইট বার্তা দেওয়া হবে বলেও টুইটার বার্তায় জানায়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নিজের অফিস পূবালী ব্যাংকে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে প্রায় একশ’ গজ যাওয়ার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন অনন্ত বিজয়। ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথার সামনে, পেছন দিক, পাশে এবং ঘাড়ে একাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলেও স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনন্ত বিজয়ের হত্যাকান্ডের পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, ‘টুইটার বার্তায় দায় স্বীকারের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



মন্তব্য চালু নেই