টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং
পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর আইসিসির বার্ষিক হালনাগাদের মাধ্যমে বাংলাদেশ র্যাংকিংয়ের ৮ নম্বরে উঠে আসে। এবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও বার্ষিক হালনাগাদে ৬ রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট রেটিং পয়েন্ট ৩৯, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বেজায় খুশি হয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের সেই খুশি মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। বার্ষিক হালনাগাদে ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তারা র্যাংকিংয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। ৩৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানেই। ৫ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে রয়েছে দশম স্থানে।
১৩০ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে শীর্ষে। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে, ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড তৃতীয় স্থানে। সমসংখ্যক রেটিং নিয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে। ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। সমসংখ্যক রেটিং পয়েন্ট পাকিস্তানেরও। কিন্তু তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে। ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য চালু নেই