উপমহাদেশের টেনিস খেলোয়াড়দের পাশে পাকিস্তানী ‘বউ’ সানিয়া

অনুপ্রাণিত করার ইচ্ছে জেঁকে ধরেছে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে। ভারতীয় উপমহাদেশের টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই পাকিস্তানী ‘বউ’।

সানিয়াআন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস শুরুর প্রাক্কালে তিনি বলেছেন, ‘আমরা দু’জনই (স্বামী-স্ত্রী) চেষ্টা করছি ভারত-পাকিস্তানসহ এই উপমহাদেশের নতুনদের টেনিস জ্ঞান দিতে; চাই উৎসাহীদের টেনিসে অনুপ্রাণিত করতে। কারণ, বলতে দ্বিধা নেই টেনিস এখন ক্যারিয়ারের অন্যতম বিকল্প পথ হতে পারে।’

সানিয়া4সিঙ্গাপুরে বৃহস্পতিবার মিডিয়াকে তিনি আরও বলেছেন, ‘এমন বিষয় এই উপমহাদেশের বাবা-মা’রা ভাবতেই চান না। সেখানেও আমি মনোভাব বদলে ফেলার জন্য কাজ করব।’ সানিয়ায় টেনিস বিশ্বে ভারত বেজায় নাম-ডাকও করেছে। ভারতও সানিয়াকে মর্যাদার আসন পেতে দিয়েছে। ডাবলসে সানিয়ার শীর্ষাসন ভারতের জন্য গৌরবময় এক রেকর্ড। সানিয়া3যুগল-জীবন নিয়ে নানা কথার ঝড় উড়িয়ে সানিয়া বলেছেন, ‘আমরা দু’জনই পেশাদার। আবার দুজনই নিজ দেশকে ভালবাসি। তাই দেশের হয়ে আমরা খেলতে গিয়ে ব্যক্তিজীবনের টানাপোড়েনকে পাত্তা দিই না। আমার কাছে মনে হয়েছে দাম্পত্য জীবনে এই ঘটনা বিরল।’
সূত্র : রয়টার্স।



মন্তব্য চালু নেই