ফরিদপুরে ইয়াবা ট্যাবলেট ও জাল টাকাসহ ২জন আটক
ফরিদপুর র্যাব ৮এর একটি দল গত রবিবার ৫টা ২৫মিনিটের সময় শহরস্থ ভাজনডাঙ্গা থেকে মোঃ মানোয়ার হোসেন(৪১), পিতা-মৃত আব্দুর রশিদ সরদার ও তার সহযোগী মোঃ জিন্টু খান(৩৫) কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, তিন হাজার জাল টাকা ও মাদক বিক্রির ৩১৪১০/-টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি আছাদুজ্জামান এর নেতৃত্বে তাদেরকে ভাজনডাঙ্গা এলাকা থেকে ঘেরাও করে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জাল টাকা সম্পর্কে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হইতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ পরস্পরের যোগসাজসে ইয়াবা ট্যাবলেট ও জাল টাকাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে র্যাব জানায় যে ধৃত আসামীদের বিরদ্ধে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য চালু নেই