ভারত-পাকিস্তান সিরিজের হোম ভেন্যু বাংলাদেশ

ভারত সরকারের অনুমতি পেলে আগামী ডিসেম্বরেই ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজ মাঠে গড়াতে পারে। কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারত-পাকিস্তানের হোম ভেন্যু হতে আগ্রহী বাংলাদেশ৷

দক্ষিণ কলকাতার আলিপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে দাওয়াত রক্ষা করতে আসেন পিসিবি চেয়ারম্যান৷ সেখানে ভারত-পাক সিরিজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়৷জানা গেছে ভারত-পাক সিরিজ আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার৷ পাকিস্তানের হোমগ্রাউন্ড হিসেবে ভারত-পাক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ৷বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ইতোমধ্যে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে৷ সূচি অনুযায়ী ৮ বছরে ভারত-পাকিস্তানের ৫ টি সিরিজে ৩ টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ২ টি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে৷

দীর্ঘ সময় পর ডালমিয়া ও শাহরিয়ার নিজ নিজ দেশে দায়িত্ব পেয়েছেন৷পিসিবির চেয়ারম্যান হওয়ার পর বাংলাদেশ সফর শেষে কলকাতায় এসে ডালমিয়ার সঙ্গে সফল বৈঠক করেছেন শাহরিয়ার৷দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের আগে কলকাতা ত্যাগের সময় ডালমিয়ার সঙ্গে সফল বৈঠকের কথা জানিয়েছেন শাহরিয়ার৷



মন্তব্য চালু নেই