সালমানের জন্য গোবিন্দ’র প্রার্থনা

পার্টনার সিনেমার অভিনয় করেছিলেন একসঙ্গে। সেই থেকে সালমান খানকে পার্টনারই মনে করেন বলিউড অভিনেতা গোবিন্দ। তাইতো পার্টনারের এ দুঃসময়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন তিনি।

গতকাল প্রার্থনা শেষে গোবিন্দ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি সালমানের জন্য সির্দি সাই বাবা মন্দিরে প্রার্থনা করেছি। আমি এখন বেশি কিছু বলছি না শুধু এতোটুকুই বলছি তার জন্য প্রার্থনা করেছি।’

এর আগে ৬ মে বুধবার ১৩ বছরের পুরনো ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মুম্বাইয়ের একটি স্থানীয় আদালত। পরে গত ৮মে শুক্রবার মুম্বাইয়ের উচ্চআদালত এ রায়ের ওপর স্থগিতাদেশ দেন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় চারজন।

বুধবার সালমানের রায়ের দিনে মুম্বাইয়ের বান্দ্রার সবুরবানে অবস্থিত সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও গিয়েছিলেন গোবিন্দ।



মন্তব্য চালু নেই