নেপালে ভূমিকম্প দূর্গতদের পাশে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম

গত ২৫ এপ্রিল ২০১৫ তারিখে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্থদের জন্য জরুরী চিকিৎসা ও পূণর্বাসনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র এর পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট একটি টিম সোমবার ১০ মে পাঠানো হয়েছে ।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র চিকিৎসক ডাঃ হালিমুর রেজা এর নেতৃত্বে ডাঃ পরমেশ্বর মাহাতো, ইন্টার্ণী চিাকৎসক সাগর কেসি, ফার্মাসিস্ট ইকরাম হোসেন, সিনিয়র প্যারামেডিক রানী চক্রবর্তী, আনোয়ারা লাকী সহ গণবিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্ররা এ টিমে অংশগ্রহন করছে।
এছাড়াও গণবিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে নেপালে কর্মরত আছেন এমন দশজন নারী ও পুরুষ চিকিৎসক এ টিমের সাথে অংশগ্রহন করবেন।

IMG_0073 (1) IMG_0079

প্রাথমিক ভাবে এই টিম পনের দিন নেপালের বিভিন্ন দূর্গতস্থানে কাজ করবে। পরবর্তীতে প্রয়োজন বোধে টিমের মেয়াদ বাড়ানো হবে।

ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্থদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের সকল কর্মীকর্মকর্তার একদিনের বেতন দান করা হয়েছে। এছাড়াও প্রায় সাত লক্ষ টাকার বিভিন্ন ধরণের জীবনরক্ষাকারী এন্টিবায়োটি সহ অন্যান্য ওষুধ সামগ্রী, দুই লক্ষ টাকার তাবু, ১,২০০ আইভি স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট এই টিমের মাধ্যমে নেপালে বিতরণ করা হবে।



মন্তব্য চালু নেই