ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে সাতক্ষীরায় দু’শিক্ষক বরখাস্ত

সাতক্ষীরা ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর-কুশলিয়া স্কুল এন্ড কলেজের দু’শিক্ষককে রোববার বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষকরা হলেন,সহকারী শিক্ষক ও কুশলিয়া গ্রামের কাজী নুরুল হকের ছেলে কাজী সাইফুল্লাহ (৪২) ও শরীর চর্চা শিক্ষক, একই উপজেলার লক্ষীনাথপুর গ্রামের রাধাপদ সরকারের ছেলে প্রদীপ কুমার সরকার।
পরিচালনা পরিষদের সদস্য কাজী তাহফিল অরা সজল জানান, শ্রেণি পরিচালনার সময় ওই দু’শিক্ষক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীদের যৌন হয়রানী করেন,ছাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পরিচালনা পরিষদের সভা আহবান করা হয়। সভায় ছাত্রীদের অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় শিক্ষকদ্বয়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে অভিযুক্ত শিক্ষক কাজী সাইফুল্লাহ বলেন,এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি প্রশ্ন রেখে বলেন, শ্রেনীতে সবার উপস্থিতিতে ছাত্রীদের যৌন হয়রানী সম্ভব কিনা।



মন্তব্য চালু নেই