কারাগারে মাথা ঘুরে পড়ে গেলেন খন্দকার মোশাররফ
গাজীপুরের কাশিমপুর কারাগারে বাথরুমে পড়ে গিয়েছিলেন কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে এতে তিনি কোন ধরণের জখম হননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন চার দলীয় জোট আমলের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত বছরের ৭ জুন তাকে আনা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারের চিত্রা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রয়েছেন তিনি।
কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, রবিবার ভোরে খন্দকার মোশাররফ বাথরুমে অজু করে দাঁড়াতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তার কোথাও কোন ধরণের জখম হয়নি। পড়ে যাবার পর নিজে নিজেই ওঠে দাঁড়ান তিনি।
পরে তার শারীরিক অবস্থা দেখার জন্য কারা চিকিৎসক ডাকা হয়। খন্দকার মোশারফকে দেখে এসে কারা চিকিৎসক মো. শাহাদৎ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তবে জখম বা আহত হননি এবং সুস্থ আছেন।
মন্তব্য চালু নেই