বিএনপি দালালি করে না : খালেদা

‘ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার বাংলাদেশের কোনো বিশেষ দলের সঙ্গে নয়, জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে স্থল সীমান্ত চুক্তি বিল পাশ করেছে।’

শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থি কর আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় মোদি সরকারের ভূয়সী করেন বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘ভারতের বিগত কংগ্রেস সরকারের আমলে আওয়ামী লীগ তাদের দালালি করেও কিছু পায়নি। ’

বিএনপি কারো দালালি করে না বলেও দাবি করেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। এরা পুলিশের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে।

তিনি আরো অভিযোগ করেন, সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ।

বিএনপি প্রধান জানান, শিগগিরই তার দলের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু হবে। এ সময় ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়ন করা হবে।

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ র‌্যাবের কাছেই আছেন দাবি করে খালেদা জিয়া বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হয়েছে দুই মাস হলো। এখনো তার খোঁজ মেলেনি। সে র‌্যাবের কাছেই আছে। র‌্যাবই তাকে আটকে রেখেছে।’

সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে না দিলে এর পরিণতি ভাল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।



মন্তব্য চালু নেই