মিঠাপুকুরে ইয়াবাসহ আটক-১
রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ ফোরকান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শনিবার সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর মন্ডলপাড়া নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল ফোরকান। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ একটি দল খদ্দের বেশে ওই গ্রামে প্রবেশ করে এবং মাদক ব্যবসায়ী ফোরকানের থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। এসময় হাতেনাতে তাকে আটক করে এবং তল্লাসী চালিয়ে বেশ কিছু ইয়াবা উদ্বার করে র্যাব।
মন্তব্য চালু নেই