গোলাপী ঠোঁট নিয়ে আসছেন সানি
সাবেক পর্ণস্টার ও বলিউড তারকা সানি লিওন এবার গোলাপী ঠোঁট নিয়ে হাজির হচ্ছেন পর্দায়। সুরভিন চাওলা ও জয় বানশালী অভিনীত ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটির আইটেম গানে সানি তার গোলাপী ঠোঁট দেখাবেন।
পরিচালক বিশাল পান্ডে নিমার্ণ করছেন ‘হেট স্টোরি’ চলচ্চিত্রটির সিক্যুয়াল ‘হেট স্টোরি টু’। চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ প্রায় শেষ। সম্প্রতি এই চলচ্চিত্রটির একটি আইটেম গানের চিত্রধারণের কাজ শুরু হয়েছে। যেখানে ‘পিংক লিপস’ শিরোনামে আইটেম গানটির সঙ্গে পারফর্ম করছেন সানি লিওন। শ্যুটিংয়ের ফাঁকে কোরিওগ্রাফার গাইতি সিদ্দিকীর সঙ্গে একটি সেলফি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।
এদিকে ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটির একটি ট্রেইলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যেখানে সুরভিন চাওলাকে বেশ খোলামেলা ভাবেই হাজির করেছেন পরিচালক বিশাল পান্ডে। এবার দেখার বিষয়, আইটেম গানটিতে সানিকে কিভাবে হাজির করেন।
মন্তব্য চালু নেই