১ জুলাই থেকে আইসিসির সভাপতি মুস্তাফা কামাল

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ১ জুলাই থেকে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সম্মেলন সপ্তাহে যোগ দিতে ২৪ জুন রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোস জানান, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে আইসিসির সভাপতির দায়িত্ব দেয়া হবে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

তাপস চন্দ্র বোস জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল উপস্থিত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবেন। একই সঙ্গে তিনি আইসিসির দায়িত্ব পাওয়ার বিষয়েও প্রেস ব্রিফিং করবেন।



মন্তব্য চালু নেই