সেই মেহজাবীন, এই মেহজাবীন! (দেখুন অন্যরকম ১৪টি ছবিতে)

মিডিয়া জগতে নাম লেখাবার পর আজকাল মোটামুটি বদলে যায় সব নায়িকার চেহারাই। মেকআপ, স্টাইল আর গ্রুমিং এর কারণে দিন দিন যেন তারা হয়ে উঠতে থাকেন আরও রূপসী। আর এই সৌন্দর্যের অন্যতম উদাহরণ নায়িকা মেহজাবীন চৌধুরী। দিন দিন এতটাই গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি যে আজকাল সৌন্দর্যের উদাহরণ তিনি। ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা হাজারো পুরুষের স্বপ্নের রানী হয়ে উঠেছেন চোখের পলক ফেলতেই। আজকাল তাঁর অভিনয়ও প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। কেবল পুরুষদের আকাঙ্ক্ষিতই নন, গ্ল্যামারের ক্ষেত্রে অসংখ্য নারীর আইডল তিনি।

আজ তাহলে দেখে নিন মেহজাবীনের অতীতের এই ১৪টি ছবি, যখন তিনি এতটা বিখ্যাত হয়তো ছিলেন না। ছবিতেই বুঝবেন কতটা চর্চা ও চেষ্টার মাধ্যমে নিজেকে গ্রুমিং করে করে আজকের সফল তারকায় রূপান্তরিত হয়েছেন তিনি। হলফ করে বলা যায় চমকে যাবেন!

bangladeshi-lux-super-star-mahjabeen-chowdhury-photo-02 bangladeshi-model-mehjabin-chowdhury-28 bangladeshi-model-mehjabin-chowdhury-49 Mehjabin Chowdhury 3 mehjabin-chowdhury-6 Mehzabin (2) mjgdmh Model_and_actress_Mehjabin_4 Model_and_actress_Mehjabin_5 Model_and_actress_Mehjabin_7 Model_and_actress_Mehjabin_9 Model_and_actress_Mehjabin_10 Model-and-actress-Mehjabin-Chowdhury (3) monjubest_1270735366_3-2010-02-02-14-18-06-042337100-5



মন্তব্য চালু নেই