ছয় আশ্চর্য বিষয়, যা অনেকেরই জানা নেই

১. এটা অনেকের কাছেই অবিশ্বাস্য যে, বিশাল আয়তনের রাশিয়ার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বেশি। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি এবং রাশিয়ার জনসংখ্যা মাত্র ১৪ কোটি। তবে আয়তনের দিক দিয়ে রাশিয়া বাংলাদেশের চেয়ে অনেক বড় এবং অন্য বহু বিষয়েও রাশিয়া এগিয়ে রয়েছে।
২. ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের উপকূলে মার্কিন বিমান বাহিনীর দুটি বিমানের সংঘর্ষ হয়। এতে একটি বিমানের পাইলট ভয়ে বিমানটিতে থাকা হাইড্রোজেন বোমা জর্জিয়া উপকূলের সাগরে ফেলে দেন। তবে আজ পর্যন্ত সেই বোমাটি আর পাওয়া যায়নি।
22
৩. ফিনল্যান্ড ও উত্তর কোরিয়া মাত্র একটি দেশের দুই প্রান্তে অবস্থিত।
৪. ১৮৯০ সালে হেরোইন প্রচলিত হয় কাশি, ঠাণ্ডা ও ব্যথার উপশমকারি হিসেবে। তবে ১৯২৪ সালে এফডিএ কর্তৃক এটি নিষিদ্ধ হয়।
৫. আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পূর্বের, পশ্চিমের ও উত্তরের রাজ্য।
৬. ভারতের একটি বটগাছ ওয়াল মার্ট স্টোরের গড় আয়তনের চেয়ে বড়।
সূত্র : বিজনেস ইনসাইডার


মন্তব্য চালু নেই