ভালোবাসার সম্পর্ক চাইলে যে ২০টি ব্যাপার

প্রেম-বিয়ে-ভালোবাসা ইত্যাদি শব্দগুলো শুনতে যতই হালকা মনে হোক না কেন, আসলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলোই। কেবল ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে থাকে না। একটি প্রেম বা দাম্পত্যের সম্পর্ক সফল করতে ভালোবাসার পাশাপাশি চাই অনেক চর্চা, সমঝোতা, ত্যাগ ইত্যাদি আরও অনেক কিছুই। মেনে নিতে শিখতে হয়, মানিয়ে চলতে জানতে হয়, পরস্পরকে গ্রহণ করতে হয় বিনা শর্তে। কী কী মেনে নেবেন? চলুন, আজ তবে জেনে নিই এমন ২০ টি বিষয় যা সফল সম্পর্ক চাইলে মেনে আপনাকে নিতেই হবে।

১) যা বদল করতে পারবেন না, সেগুলো মেনে নেয়ার চেষ্টা করুন। জীবনে সব আসলে বদলে ফেলা যায় না।

) সঙ্গীকে আপনি মনের মত পুরোপুরি বানিয়ে নিতে পারবেন না, এটা মেনে নিন। তিনি মানুষ, পুতুল নন।

৩) এটাও মনে রাখুন যে পৃথিবীতে কোন মানুষই নিখুঁত নন।

৪) পৃথিবীতে সবাই আপনার মত হবেন না বা আপনার মত আচরণ করবেন না, এটাও মেনে নিন।

৫) সাথে মনে রাখুন যে সঙ্গী বা শ্বশুরবাড়ির কেউ আপনার মত নন বলেই তিনি খারাপ নন।

৬) ভালোবাসার মানুষের ত্রুটিগুলো মেনে নিন।

৭) ভালোবাসা যে রূপে পাচ্ছেন, সে রূপেই মেনে নিন। ভালোবাসায় পরিবর্তন হয় না।

৮) যত যাই হোক, আপনি তাঁদের ভালবাসেন আর এটাও মনে রাখুব সর্বদা।

৯) একেকজনের কাছে ভালোবাসা বস্তুটা একেক রকম, এই সত্যটা ভুলে গেলে কিন্তু চলবে না।

১০) মাঝে মাঝে খুব ভালোবাসার মানুষটিও খারাপ ব্যবহার করতেই পারেন। এটাকে সিরিয়াসলি নিয়ে ফেলার কিছু নেই।

১১) আপনার যেমন কষ্ট আর খারাপ লাগা আছে, ভালোবাসার মানুষটিরও আছে। আপনার আচরণে তিনিও কষ্ট পেতে পারেন।

১২)সম্পর্ক চিরকাল ভালো যায় না, মাঝে মাঝে একটু খারাপও যেতে পারে।

১৩) ভুলের ক্ষমা চাওয়া হলে সেটা খুশি মনে গ্রহন করুন।

১৪) মেনে নিন যে আপনার দুজন আলাদা মানুষ আর সেটাই আকর্ষণের কারণ।

১৫) সকলেরই একটা অতীত থাকে, এটা ভুললে চলবে না।

১৬) মনে রাখুন যে কেউ মন পড়তে পারে না, মনের কথা মুখে বলতেই হবে।

১৭) মেনে নিন যে মনের সব আশা পূরণ নাও হতে পারে।

১৮) মেনে নিন যে আপনারও ভুল হতে পারে।

১৯) মেনে নিন যে সম্পর্কে কষ্ট পেতেই হবে।

২০) জীবন রূপকথা নয়, গল্প-কবিতাও নয়। বরং জীবনটা যে কঠোর বাস্তবতা, এটা ভুললে চলবে না।



মন্তব্য চালু নেই