সালথায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের কারাদন্ড
ফরিদপুরের সালথায় ইভটিজিংয়ের দায়ে ডালিম বিশ্বাস (২৬) নামে এক যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত ডালিম বিশ্বাস উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের জালাল বিশ্বাসের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী চাঁদনী আক্তার ভ্যান যোগে স্কুলে আসার পথে সোনাপুর ইউপি পরিষদের সামনে ডালিম বিশ্বাস উক্ত ছাত্রীকে উত্যক্ত করে।
এসময় স্থানীয় লোকজন ও স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডালিমকে আটক করে। আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন ইভটিজিংয়ের দায়ে ডালিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মন্তব্য চালু নেই