বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছে বলেই, তিনটি সিটি নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে, নির্বাচন বর্জন করেছে বিএনপি। এখন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত চুক্তির খসড়া পাস হওয়ায় ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধানে এক ধাপ এগুলো। যা শেখ হাসিনা সরকারের কারণেই হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।

এর আগে বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। বিকেল ৩টায় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। দুই ঘণ্টা বিরতির পর বিকেল ৫টায় সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়।



মন্তব্য চালু নেই