খালেদাকে পরামর্শ দিলেন এমাজউদ্দীন

রাজনৈতিক দুর্যোগে বিধ্বস্ত বিএনপিকে আগের অবস্থায় আনতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।

বুধবার রাত ৯টার দিকে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর আহ্বায়ক এমাজউদ্দীন আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে দেখা করেন। রাত পৌনে ১১টা পর্যন্ত তাদের আলোচনা চলে।

আলোচনা শেষে বেরিয়ে আসার সময় এ বিষয়ে জানতে চাইলে এমাজ উদ্দিন আহমেদ বলেন, ‘অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তাই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম।’

সাংগঠনিক কোনো পরামর্শ দিয়েছেন কি না? জবাবে অধ্যাপক আহমেদ বলেন, ‘দলকে সুসংগঠিত না করে অন্য কোনো পদক্ষেপ নেয়া যাবে না।’

দল গোছানোর ক্ষেত্রে সময়সীমা বিবেচনা করছেন কি? জবাবে তিনি বলেন, ‘সময়সীমা নেই। তরুণদের যুক্ত করা দরকার, শ্রমিক সংগঠনগুলোকে শক্তিশালী করা দরকার। বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানো দরকার। মূলত এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

জানা গেছে, এসময় অন্যদের মধ্যে অধ্যাপক মাহাবুব উল্লাহ, মাহাফুজ উল্লাহ, রুহুল আলম, সাহাবুদ্দিন আহমেদ, এমএ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই