“আলোকিত জ্ঞানী”- ২০১৫ চট্টগ্রাম জোনের প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন

গত মঙ্গলবার ০৫ ফেব্রুয়ারি’১৫ সকাল ১০ ঘটিকায় ‘বাইতুশ-শরফ্ আদর্শ কামিল মাদ্রাসা’, ধনিয়ালা পাড়া, চট্টগ্রামে ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘পার্কি কুকিজ’ এর সৌজন্যে “ আলোকিত জ্ঞানী”- এর চট্টগ্রাম জোনের প্রাথমিক বাছাই হিসেবে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে ‘রাহবার মাল্টিমিডিয়া লি:’-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং দেশ বরেণ্য আলেমে দ্বীন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

১৮ বছরের বেশী বয়সের ছাত্র, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশ থেকে ‘সেরা ১০০’ বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য সেরা ৩০ বাছাই এর আরো একটি পরীক্ষা (লিখিত ও মৌখিক) পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতার প্রথমস্থান অধিকারীর জন্য পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ, দ্বিতীয়স্থান অধিকারীর জন্য ২ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ, তৃতীয়স্থান অধিকারির জন্য ১ লক্ষ টাকা ও পবিত্র ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া চূড়ান্ত পর্বে উঠে আসা ৩০ জনের অবশিষ্ট অংশগ্রহণকারীদের জন্য থাকছে ৭৫ হাজার টাকা থেকে সর্বনিম্ন১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার।

উল্লেখ্য যে, “আলোকিত জ্ঞানী – ২০১৫” এ রিয়েলিটি শো: ‘পার্কি কুকিজ’ এর সৌজন্যে আসন্ন মাহে রমযানে প্রতিদিন মাগরিবের আযানের ০১ ঘন্টা পূর্ব থেকে ‘ চ্যানেল নাইন’ এ ধারাবাহিকভাবে প্রচারিত হবে, ইনশা-আল্লাহ। ঢাকা : ০৬ মে, ২০১৫ খ্রি.



মন্তব্য চালু নেই