কোটচাঁদপুরে মটর শ্রমিক নিহতর জের বিক্ষোভ মিছিল ভাংচুর
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ডে মঙ্গলবার রাতে শ্রমিক লীগ নামধারীদের হামলায় সোনা মিয়া (৫৫) নামে এক মটর শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বুধবার চারটি মটরসাইকেল ভাংচুর হয়েছে। এ সময় কিলার গ্র“পের সদস্যদের খুজতে থাকে বিক্ষুদ্ধ শ্রমিকরা। পরিস্থিতির অবনতিতে কোটচাঁদপুরে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে শ্রমিকলীগ নেতা মাসুদের ছেলে মানুমকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাসুদ ও কালা ফারুকের নেতৃত্বে শ্রমিকলীগের নামধারী কর্মীরা সোনা মিয়াকে ধাওয়া করে তাকে মারপিট করে। আহত অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ কবীর সাংবাদিকদের জানান, কোটচাঁদপুরের পারলাট বাওড়ের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকলীগ নেতা মাসুদ ও কালা ফারুকের সাথে নিহত সোনা মিয়ার দ্বন্দ চলে আসছিলো।
এ ঘটনার জের ধরে সোনা মিয়ার উপর হামলা চালানো হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এদিকে মটর শ্রমিক নেতা সোনা মিয়া নিহত হওয়ার ঘটনায় সেখানকার শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। বিক্ষোভ মিছিল করে চারটি মটরসাইকেল ভাংচুর করে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে সতর্ক রাখা হয়েছে। বুধবার বিকালে নিহত শ্রমিক সোনা মিয়াকে কোটচাঁদপুর পৌর গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই