‘অবমূল্যায়ন খেসারত দিচ্ছি’
দীর্ঘ দিন বলিং নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক বোলিং একশন শুধরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা খুব একটা ভাল হয়নি সাঈদ আজমলের।
ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের পর জায়গা হয়নি প্রথম টেস্টের দলে। এমন অবস্থায় বাংলাদেশ দলের প্রশংসাই শুনাগেছে সাঈদ আজমলের কন্ঠে,’তারা(বাংলাদেশ) ফর্মের চূঢ়ায় আছে। তাদের কম্বিনেশনে কোন দুর্বলতা নেই; এই মুহূর্তে তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সবই একসাথে ক্লিক করছে!’
আজমল আরো বলেন, ‘তারা উন্নতি করছে এবং এই মুহূর্তে যেকোন দলকেই কঠিন সময় উপহার দিতে সক্ষম। আমরা তাদেরকে অবমূল্যায়ন করেছিলাম যার খেসারত দিচ্ছি। আমরা কখনো কল্পনাই করিনি যে তারা এভাবে খেলতে পারে, যে কারণে আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম।’
মন্তব্য চালু নেই