সালমানের মা অসুস্থ, আশঙ্থাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বলিউড সুপার স্টার সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার অভিযোাগে রায় দিন ছিল আজ। সকাল থেকেই তাই পরিবারের সব সদস্য মুম্বাইয়ের আদালতে উপস্থিত ছিলেন। রায় দেবার পূর্বে বিচারক যখন সালমান খানের মতামত জানতে চান তখন তিনি কেঁদে ফেলেন। তারপর রায়ে তার পাঁচ বছরের জেল হলে তার মা উচ্চস্বরে কেঁদে ফেলেন। এর কিছুক্ষন বাদে সালমানের মা সালমা বুকে তীব্র ব্যাথা অনুভব করলে দ্রুত আশঙ্খাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ডাক্তারা বলছে তার অবস্থা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়।

এর আগে ছেলের রায় যাতে নিজের অনুকূলে থাকে সেই জন্য পরিবারের সবাই গতরাতেই প্রার্থনায় বসেন।

অবশ্য রায় প্রকাশের পর এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।



মন্তব্য চালু নেই