সালমানকে সমবেদনা জানিয়ে কে কী বলছেন

হেমা মালিনী (অভিনেত্রী) : খুব খারাপ লাগছে! কিন্তু কী করা যাবে? আদালতের রায় মানতেই হবে। সালমানের জন্য আমার সমবেদনা রয়েছে। প্রার্থনা করি যাতে ওর সাজা কিছুটা কম হয়।

রীতেশ দেশমুখ (অভিনেতা) : আদালতের রায় নিয়ে কিছু বলব না। তবে আমার খুব খারাপ লাগছে। ইন্ডাস্ট্রিতে এত বড় মনের মানুষ আমি কম দেখেছি।

সতীশ কৌশিক (অভিনেতা) : সালমান খানের জন্য প্রার্থনা করছি। ভগবান ওকে সব দিক থেকে সুখী করুন।

প্রিয়া দত্ত (সঞ্জয় দত্তের বোন) : যে কোনও মানুষের পক্ষেই এই পরিস্থিতি সামলানো কঠিন। তবে, সালমান খুব শক্ত মনের মানুষ। সামলে নিতে পারবে বলে আশা করছি। আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।

অর্পিতা খান (সালমানের বোন) : আমাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমদের জন্য যারা প্রার্থনা করছেন তাদের ধন্যবাদ।

ওয়াজিদ আলি (মিউজিক কম্পোজার) : আমি শকড্। সালমান ভাই খুব সাচ্চা (ভালো) মানুষ। কিন্তু, আদালতের রায় আমাদের মানতেই হবে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক।

অরবিন্দ ইনামদার (মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি) : এটা আইনের জয়। সত্যিটা এত দিনে সামনে এসেছে। আইন সেলিব্রিটি বা সাধারণ মানুষ সকলের জন্যই সমান। পুলিশ এই মামলায় খুব ভাল কাজ করেছে। ওদের কাছে সালমান মামলা একটা বড় চ্যালেঞ্জ ছিল।

মহেশ জেঠমালানি (আইনজীবী) : হাইকোর্টে আবেদন করলে সালমানের জামিন হতে পারেন। ওর আইনজীবী নিশ্চয়ই সে চেষ্টা করবেন।



মন্তব্য চালু নেই