টেকনাফে ২৪ মিয়ানমার নাগরিক পুশব্যাক
টেকনাফ সীমান্ত দিয়ে ২৪ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। ৪ মে সোমবার ভোর রাতে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির নায়েক তমিজ উদ্দীনের নেতৃত্বে জওয়ানরা শাহপরীরদ্বীপ ঘোলাপাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে অভিযান চালিয়ে ২৪ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আটককৃতদেরে মধ্যে ২০ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন। পরে আটক মিয়ানমার নাগরিকদের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে স্বদেশে পুশব্যাক করা হয়েছে বলে জানিয়েছেন ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ।
মন্তব্য চালু নেই