সুন্দরগঞ্জে অশ্লীলতা-অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা, অশ্লীলতা ও জুয়ার প্যাণ্ডেল উচ্ছেদ ও ভষ্মিভূত করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ রাশেদুল প্রধান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে মজুমদারহাট ও ধুবনী কঞ্চিবাড়ি বাইপাস মোড় অদূরে চলমান যাত্রা ও পুতুল নাচের নামে ব্যাপক অশ্লীলতা জুয়া হাউজির প্যাণ্ডেল ভষ্মিভূত করেন। এছাড়া, সর্বানন্দ রাজবাড়ি বাজারের অবৈধ স্থাপনাদি উচ্ছেদ। এ অভিযানে-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলেয়া খাতুন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই