আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সালমান
মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সালমান খান। বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নিজের মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়েন তিনি।
আর কিছুক্ষণ পরে তার বিরুদ্ধে ঝুলতে থাকা গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর সাজা মেনে নিতে হবে ৪৯ বছর বয়সী এই অভিনেতাকে।
২০০২ সালের ২৭ সেপ্টেম্বর৷সালমানের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ফুটপাথবাসীর৷ গুরুতর জখম হন আরও চারজন৷ গত ১৩ বছর ধরে এই মামলা চলছে৷ দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে তাঁর৷ গত মাসের ২১ তারিখ পর্যন্ত হিট অ্যান্ড রান মামলার তর্ক-বিতর্ক চলে৷
মন্তব্য চালু নেই