সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে মানববন্ধন চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে ২০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় তারা শহর থেকে বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণ, সিরাজগঞ্জ শহর থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ নির্মাণ ও রায়পুর জংশন নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ বাস্তবায়নের দাবি জানান।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, ইসমাইল হোসেন, জুয়েলার্স মালিক সমিতির সভাপতি সন্তোষ কুমার কাণু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, জেলা জাসদের সভাপতি আ. হাই তালুকদার, সহ-সভাপতি আবু বক্কর ভুইয়া, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আবু ইয়াহিয়া খান প্রমুখ।



মন্তব্য চালু নেই