বিয়ে জরুরি নয়—–শাকিরা

স্পেন জাতীয় দলের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রেম সেই ২০১০ থেকে। গত বছর জানুয়ারিতে তাঁদের ঘরে জন্ম নিয়েছে ছেলে মিলান। পিকের প্রায় সব আন্তর্জাতিক খেলায়ই মাঠে উপস্থিত থাকেন শাকিরা। ঠিক যেমন অন্যান্য ফুটবলারের স্ত্রী বা প্রেমিকারা থাকেন।

কিন্তু প্রেমের বয়স চার বছর পেরিয়ে গেলেও বিয়ের নামটি নিচ্ছেন না শাকিরা। বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেই বসেছেন, ‘বিয়ে কোনো সম্পর্কের শেষ কথা নয়।

পিকের সঙ্গে তাঁর প্রেম পূর্ণতা পেয়েছে ছেলে মিরানের জন্ম দিয়ে। এই সম্পর্ককে বিয়ের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই।’ পিকের আগে প্রায় ১০ বছর শাকিরা প্রেম করেছেন আর্জেন্টিনার আইনজীবী অ্যান্টনিও দে লা রুয়ার সঙ্গে।

সে সময়ও বেশ কয়েকবার বিয়ের প্রসঙ্গ উঠলে তখনো বিয়েতে রাজি ছিলেন না শাকিরা। অবশ্য সাক্ষাৎকারে শাকিরা এটাও বলেছেন যে যদি শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতেই হবে, তবে পিকেই হবেন সেই ভাগ্যবান পুরুষ।



মন্তব্য চালু নেই