শাহরুখের বিজ্ঞাপন রুচিহীন! (ভিডিও)
বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান। শুধু যে বলিউড তা নয় বিশ্বজুড়েই রয়েছে তার খ্যাতি। এ কারণে বেশ কয়েকটি কোম্পানি তাদের পণ্যের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বায়িত্ব দিয়েছেন কিং খানকে।
বলিউড বাদশা’র এমন কয়েকটি পণ্যের মধ্যে একটি ম্যাঙ্গো জুসেরও পণ্য রয়েছে। সম্প্রতি এ জুসের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এ তারকা। সেই বিজ্ঞাপনকে রুচিহীন বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা।
গত ৩ মে রাজ কুন্দ্রা তার টুইটার বার্তায় লেখেন, ‘এ ফ্রুটি বিজ্ঞাপনটি সম্পূর্ণ রুচিহীন। শিশুরা এ বিজ্ঞাপনের ‘সাক ইট,লিক ইট’ কথাগুলো নকল করছে। শাহরুখ ভাই আপনি কিভাবে এ ধরনের স্ক্রিপ্ট অনুমোদন করলেন? এক কথায় রুচিহীন!’
রাজ কুন্দ্রা বিজ্ঞাপন নিয়ে খোঁচা দিলেও এখন পর্যন্ত শাহরুখ এর কোনো উত্তর দেননি। দেখা যাক শেষ পর্যন্ত তিনি কিছু বলেন নাকি বিষয়টি এড়িয়ে যান।
শাহরুখ খানের বিজ্ঞাপনের ভিডিও:
মন্তব্য চালু নেই